নরসিংদীর রায়পুরায় পুরনো একটি বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাদিম মিয়া কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে। জানা যায়, প্রায় চার বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করার সময় হঠাৎ করে পিস্তল থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।
আহত নাদিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মফিজ জানান, পুরনো একটি বন্দুক পরিষ্কারের সময় গুলি বের হয়ে নাদিম আহত হয়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত