বিভিন্ন মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজলসহ পাঁচজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের একাধিক দল। বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাত ও সকালে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য চারজন হলেন—জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাছুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি।
কিশোরগঞ্জের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মামলার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
মতামত