লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নতুন মৌসুম শুরুর অপেক্ষার মধ্যে দিয়ে পাটগ্রাম ফুটবল একাডেমির গেম জার্সি উন্মোচন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলার সাহেব ডাঙ্গায় মাঠে পাটগ্রাম ফুটবল একাডেমির গেম জার্সি উন্মোচন করা হয়। একসময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক এন এস জুয়েল এবং পাটগ্রাম পৌর (৬ নং ওয়ার্ড) ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান।
[caption id="attachment_9695" align="alignright" width="720"]

পাটগ্রাম ফুটবল একাডেমী জার্সি উন্মোচন[/caption]
এর আগে সাহেব ডাঙ্গায় মাঠে পাটগ্রাম ফুটবল একাডেমি এবং প্রতিদ্বন্দ্বী মিলন বাজার ফুটবল একাডেমী (বড়খাতা) মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম পৌর (৬নং ওয়ার্ড) ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, মাদককে না বলি খেলার জগতে ফিরে আসি, তরুণদের ক্রিয়ারপতি উন্মদনা তৈরির জন্য আমি খেলোয়াড়দের পাশে সর্বদা থাকবো। এছাড়াও ভয়াল মাদকের গ্রাসে তরুণ ও যুবসমাজরা না যায়। তরুণদের মাদক থেকে বিরত রাখার জন্য আমার এই উদ্যোগ।
জানা গেছে, পাটগ্রাম ফুটবল একাডেমিকে জার্সি উপহার দিয়েছে পাটগ্রাম পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রদল।
মতামত