ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে পরীক্ষা শেষে রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্তরা হলেন- ইবি শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল আমিন সুইট এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহিন পাশা।
জানা যায়, তারা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নিতে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে আসেন। দুপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন। অভিযোগ, তারা ছাত্রলীগের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের উপর র্যাগিং ও নির্যাতন করতো এবং চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের হুমকি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে মব জাস্টিস ঠেকিয়ে তাদের নিরাপদে থানায় সোপর্দ করা হয়।
ইবি থানার অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মতামত