সারাদেশ

শিবগঞ্জে মাদ্রাসার অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শিবগঞ্জে মাদ্রাসার অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৪, রাত ৯:০৮

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গতকাল (২ অক্টোবর) বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সমাজসেবক রফিকুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক রাজেকুল ইসলাম, মাওলানা শামিম আহম্মেদ, সাইদুল ইসলাম, আঃ মান্নান, মামুন হোসেন, ও জয়েন উদ্দিন। বক্তারা অবৈধ কমিটির মাধ্যমে নিয়োগ বাতিল ও মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানান। বক্তারা আরও জানান, সাবেক সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় এবং বর্তমান অধ্যক্ষ গোলজার হোসেনের যোগসাজশে মাদ্রাসার নিয়োগে দুর্নীতি হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অত্র মাদ্রাসার অধ্যক্ষ গোলজার হোসেন দাবি করেন, সাবেক সভাপতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ দিয়েছেন এবং তাঁকে কোনো পরামর্শ না করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।