সারাদেশ

নড়াইলে জেলা প্রশাসকের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে জেলা প্রশাসকের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৪, রাত ৯:০৬

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মানবাধিকার রক্ষায় সংগঠনগুলোর ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে মানবাধিকার সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ ধরনের সংগঠনের সদস্যদের অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে হবে এবং সরকারের মানবাধিকার রক্ষার কার্যক্রমকে সমর্থন জানাতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নড়াইল জেলা কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল বারী, সহ-সভাপতি কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও নড়াইল মহানগর কমিটির উপদেষ্টা মো. জুলফিকার আলী, সভাপতি মো. আনিছুজ্জামান এবং কোষাধ্যক্ষ ইমরান নাজীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাক্ষাতের শেষে জেলা প্রশাসক সকলকে তাদের কার্যক্রমে আরও দক্ষ ও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন এবং ফাউন্ডেশনের চলমান সব ধরনের কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে আইনগত সহায়তার আশ্বাস দেন।