সারাদেশ

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৪, রাত ৯:০২

"কৃষি ও কৃষক সেবায় নিয়োজিত আমরা" স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটির আহ্বায়ক মেনাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তকিপল হাটের সার ও বালাইনাশক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সার ও বালাইনাশক ব্যবসায়ীরা, যারা নিজেদের কাজের প্রতিবন্ধকতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য প্রদান করেন টেপামধুপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, বালাপাড়া ইউনিয়নের তোজাম্মেল হোসেন, হারাগাছ ইউনিয়নের জিল্লুর রহমান, শহীদবাগ ইউনিয়নের নুরনবী ও জাহিদুল ইসলাম জসিম, এবং কুর্শা ইউনিয়নের জমশের আলী ভুইয়া লিপন। পরবর্তী অধিবেশনে সর্বসম্মতিক্রমে মেনাজ উদ্দিনকে সভাপতি ও জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপজেলার দুই শতাধিক খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।