ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি করার প্রতিবাদে এবং হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তার সমর্থনকারী বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেপ্তারের দাবিতে কাউনিয়া উপজেলায় ইত্তেফাকুল উলামা লিইসলাহিল উম্মার উদ্যোগে বুধবার বাদ জোহর উপজেলা মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাউনিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুল মোড় চত্বরে মিলিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামার প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা মোঃ নাজমুল হক। এ ছাড়াও বক্তব্য দেন ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হারুন, মাওলানা মোঃ মোজাম্মেল হক, মুফতি আরশাদ এবং মাওলানা শহীদুল হক।
বিক্ষোভ শেষে উপজেলা মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল লতিফ খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সারা বিশ্বের শান্তি কামনায় দোয়া করেন।
মতামত