ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফাহহাদ আকন্দ ও রাণীশংকৈল থানার এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করে।
আটকৃত ইমরান আলী কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের হায়দার আলীর ছেলে। এ ব্যাপারে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার সাহা জানান, ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত