সারাদেশ

সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, প্রেমিকের দায় স্বীকার

সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, প্রেমিকের দায় স্বীকার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:১৬

ঢাকার সাভারে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের জন্য চাপ দেওয়ায় জারা আক্তার সেতু নামে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিক সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। প্রেমিকের বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সাভার মডেল থানা পুলিশ প্রেমিক সাইফুল ইসলাম আকাশকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন আকাশ। নিহত তরুণী জারা আক্তার সেতু পাবনার সাথিয়া থানার এরশাদ আলীর মেয়ে এবং সাভারে একটি পার্লারে কাজ করতেন। অপরদিকে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সাইফুল ইসলাম আকাশ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা এবং সাভারে ভাড়া বাসায় বসবাস করতেন। গত রোববার রাত ১১টার দিকে সেতু তার ভাড়া বাসা থেকে বের হয়ে আকাশের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। খাওয়া-দাওয়া শেষে তারা আকাশের বন্ধুর বাড়ির ছাদে যান। সেতু তখন আকাশকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। আকাশ তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে সেতুর বুকে ও নাভির উপরে আঘাত করে। এতে সেতুর প্রচুর রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় বোন মিতু আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে।