টানা ৫৩ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে দীর্ঘসময় বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বার্ডস গার্মেন্টসের কয়েক শ’ শ্রমিক তাদের পাওনা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি ছিল, মালিকপক্ষ কোনো যোগাযোগ না করে এবং সার্ভিস বেনেফিট বা ক্ষতিপূরণ না দিয়ে কারখানার গেটে তিন মাসের সময় চেয়ে একটি নোটিশ ঝুলিয়ে দেয়। এই ঘটনার পর থেকে শ্রমিকরা আন্দোলনে নামে এবং মহাসড়ক অবরোধ করে।
অবরোধের ৫৩ ঘণ্টা পর শ্রমিকরা জানতে পারেন যে, বার্ডস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবর শোনার পরই শ্রমিকরা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মালিককে গ্রেপ্তার করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে, এবং এরপর থেকে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
বার্ডস গ্রুপের শ্রমিকদের জন্য ৩০ সেপ্টেম্বর লে-অফের পর তাদের সার্ভিস বেনেফিট ও ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা না করে তিন মাসের সময় চেয়ে একটি নোটিশ ঝুলিয়ে দেয়, যা শ্রমিকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় এবং তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয়।
মতামত