নীলফামারীর ডোমারে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা' সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে এবং ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ১৫টি শিক্ষা কেন্দ্রের সেবিকাদের জন্য ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে সংস্থাটি।
বুধবার (২ অক্টোবর) সকালে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ ব্রাঞ্চের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় 'আশা'র দিনাজপুর (বীরগঞ্জ) জেলার শিক্ষা অফিসার শ্যামল রায়ের দিক নির্দেশনায় মির্জাগঞ্জ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার শামীম সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মোখতার হোসেন। সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার মো. শাহজালাল।
বক্তারা বলেন, "আশা সংস্থার শিক্ষা কর্মসূচির সঠিক বাস্তবায়ন সুবিধাবঞ্চিত ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।" সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন উদ্যোগও দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে।
উল্লেখ্য, সারাদেশে 'আশা'র অধীনে মোট ১,০৫০টি ব্রাঞ্চ, ১,০৫০ জন শিক্ষা সুপারভাইজার, ১৫,৬১২ জন শিক্ষা সেবিকা এবং ১৫,৬১২টি শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে বর্তমানে ৪ লাখ ৮৫ হাজার ৬২৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
মতামত