বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করে। সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. রাসেল মাহমুদ দীর্ঘ শুনানি শেষে বিকেল ৪টার দিকে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, কোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীরা সাবেক এমপি ও তার স্বামীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করে উত্তেজনা ছড়ায়।
মতামত