বিদায় সবসময় বেদনাদায়ক হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে ওঠে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম। বিদ্যালয়ের পক্ষ থেকে এই অসাধারণ আয়োজন তার অবসরগ্রহণ উপলক্ষে করা হয়।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ। বিদ্যালয়ের সামনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি প্রস্তুত ছিল। শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শহিদুল ইসলামকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছিলেন। করতালির মধ্য দিয়ে তিনি ঘোড়ার গাড়িতে ওঠেন এবং বিদায় নেওয়ার সময় আবেগে কেঁদে ফেলেন।
শহিদুল ইসলাম মহাস্থান উচ্চ বিদ্যালয়ে ১৯৯৭ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা শেষে অবসর নেন। তার সাদা মনের মানুষ হিসেবে সবার মাঝে তিনি অমর হয়ে থাকবেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
মতামত