সারাদেশ

নেত্রকোনায় আখ চাষে সাফল্য অর্জন করলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন হাসান

নেত্রকোনায় আখ চাষে সাফল্য অর্জন করলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন হাসান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৪, সকাল ৮:৫৩

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের একাদশ শ্রেণির ছাত্র ইমন হাসান আখ চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন, যা পুরো এলাকাকে চমকপ্রদ করে তুলেছে। ইমন, কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী, নিজের বাড়ির সামনে অনাবাদি জমিতে আখ চাষ শুরু করেন এবং তার চাষের গুণগত মান ও মিষ্টতা দেখে ক্রেতারা তার আখ সরাসরি সংগ্রহ করছেন। ইমন জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আখ চাষের কৌশল শিখেছেন তিনি। কীটনাশক ছাড়াই আখ চাষে সফল হওয়ায় স্থানীয়রা তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং অনেকেই আখ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। ইমনের প্রতিটি আখ ১০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা তাকে ভালো লাভবান হওয়ার আশা দেখাচ্ছে। তার এই উদ্যোগে পরিবারের সহায়তা পেয়েছেন বলে জানান ইমন। এলাকার বাসিন্দারা তার আখের প্রশংসা করে বলেন, "এত মিষ্টি ও মানসম্পন্ন আখ বাজারে পাওয়া কঠিন।"