সারাদেশ

শাহজাদপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

শাহজাদপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৩৭

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত তার অপসারণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার বেসিক সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে তাঁতী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ তাঁতীরা অংশ নেন। মানববন্ধনে তাঁতীদের স্বার্থ রক্ষায় তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধিকার বজায় রাখার দাবি জানানো হয়। তাঁতীদের অভিযোগ, চেয়ারম্যান মাহমুদ হোসেন তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেয়ার চক্রান্ত করছেন, যা তাঁতী সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। এছাড়াও তিনি দুর্নীতি ও স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছেন বলেও অভিযোগ উঠে। মাধ্যমিক তাঁতী সমিতির সাবেক সভাপতি মো. আশরাফ আলী বলেন, "তাঁতীদের অধিকার রক্ষায় তাঁত বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাঁত বোর্ডের অধীনেই থাকা উচিত এবং তাঁতী পরিবারের সদস্যদের জন্য ১০% ভর্তি কোটা অব্যাহত রাখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট মেটাতে দ্রুত পদ সৃষ্টি এবং আলাদা ক্যাম্পাস নির্মাণের দাবি জানাচ্ছি।" মানববন্ধনে বক্তারা আরও জানান, তাঁত বোর্ডের বর্ধিত কার্যক্রমের জন্য তাঁতী পরিবারের সদস্যদের কোটা আরও বাড়ানো উচিত। অনুষ্ঠানে গাড়াদহ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মো. আলামিন সরকার বলেন, "নরসিংদীর শিক্ষা প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। এ ধরনের ষড়যন্ত্র আর কোনো দিন যেন না হয় তা নিশ্চিত করতে হবে।" এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সাবেক মাধ্যমিক সমিতির সদস্য মো. শাহজাহান। তিনি বলেন, "চেয়ারম্যান মাহমুদ হোসেন তাঁত বোর্ডের উন্নয়ন বাধাগ্রস্ত করছেন এবং তাঁত শিল্পকে সংকটে ফেলার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে তার দ্রুত অপসারণ দাবি করছি।" মানববন্ধনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।