সারাদেশ

ডাঃ শাহাদত হোসেনের সাথে পটিয়া বিএনপি নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়

ডাঃ শাহাদত হোসেনের সাথে পটিয়া বিএনপি নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, রাত ৯:২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি স্বৈরচার হাসিনা সরকারের গত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ডাঃ শাহাদত হোসেনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য নির্বাচনী আদালতে দায়ের করা মামলার রায় আজ (০১ অক্টোবর ২০২৪) মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে ঘোষণা করা হয়। রায়ে আদালত ডাঃ শাহাদত হোসেনকে বৈধ মেয়র হিসাবে ঘোষণা করেন এবং আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকেই চট্টগ্রাম বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বিজয় মিছিল করেন এবং "জনতার মেয়র" আখ্যায়িত করে ডাঃ শাহাদত হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এরই ধারাবাহিকতায়, আজকে ডাঃ শাহাদত হোসেনের সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পটিয়ার সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম নেছার এবং পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া। সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক জেলা ছাত্রদল নেতা জমির উদ্দীন চৌধুরী মানিকসহ আরও অনেক নেতৃবৃন্দ।