সারাদেশ

গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, শিশু ছেলে আহত

গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, শিশু ছেলে আহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৩৯

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে আমিন বাবু (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা ৫ বছর বয়সী ছেলে জোনায়েদ হোসেন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজার এলাকায়। নিহত আমিন বাবু ওই ইউনিয়নের দিঘা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, সকালে আড্ডা টু বড়দাদপুর সড়কের দিঘা বাজার এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে আমিন বাবু এবং তার ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান থেকে আমিন বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রাজশাহী পৌঁছানোর আগেই তিনি মারা যান। ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।