শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মোনাজাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মোনাজাত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:৩৭

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উদ্যোগে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে। র‍্যালিতে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম আকবর হোসেন, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান সহ আরও অর্ধ শতাধিক শিক্ষার্থী। এ সময় বক্তারা মহানবী (সাঃ)-এর জীবনের গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর জন্য তার শিক্ষার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা আরও বলেন, "রাসুলুল্লাহ (সাঃ) সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছিলেন। মুসলমানদের উচিত তার সুমহান আদর্শ অনুসরণ করা।"