সারাদেশ

বরিশালে নার্সদের কর্মবিরতি: অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে এক দফা আন্দোলন

বরিশালে নার্সদের কর্মবিরতি: অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে এক দফা আন্দোলন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:১৭

নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের ঘোষিত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল মহানগরের নার্সরা কর্মবিরতি পালন করছেন। তাদের মূল দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়ন করা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশালের নার্সরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর জানান, "আমাদের এক দফা দাবি হলো প্রশাসন ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করা। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।" সংগঠনের সদস্য সচিব মো. শাহা আলম বলেন, "আমরা ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছি এবং ২৪ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে তিন কর্মদিবস সময় দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া না দেওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।"