সারাদেশ

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন আশুতোষ সান্ন্যাল

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন আশুতোষ সান্ন্যাল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, রাত ১১:৫২

বিভিন সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াডর্”-২০২৪’ এ ভূষিত হয়েছেন আশুতোষ সান্ন্যাল। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে গত (২৬ এপ্রিল) শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়েজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি এস.এম মজিবুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করেন। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলর এর উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জি. ড. মাসুদা সিদ্দিকী রোজী। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, নজরুল সঙ্গীত শিল্পী ড. দীপা দাস ও আলোকিত নারী উন্নযন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মেহেরুন নিছা মেহেরিন। উল্লেখ্য যে, আশুতোষ সান্ন্যাল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।