সারাদেশ

তাড়াশে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পের উদ্বোধন

তাড়াশে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পের উদ্বোধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:১৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফ্রি ভ্যাকসিন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ভাটারপাড়া গ্রামে পিপিআর রোগের দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং ভ্যাকসিনেটর টিম লিডার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় ক্যাম্পটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সইচিং মং মারমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার, কমিউনিটি ক্লিনিক ইনচার্জ সঞ্জিত কুমার, প্রাণী পুষ্টি অফিসার ফাহমিদুল সোহাগ, কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ এবং তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।