শিক্ষাঙ্গন

ইবি উপাচার্য: দুর্নীতির তদন্ত চলবে, র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

ইবি উপাচার্য: দুর্নীতির তদন্ত চলবে, র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানিয়েছেন, বিগত সময়ের দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, “যদি আমি নিজেও কোনোভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ি, তবে সাংবাদিকদের কলম যেন আমাকে সঠিক পথে রাখে।” তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, "কোনো গুজবের ওপর ভিত্তি করে যেন হলুদ সাংবাদিকতায় জড়িয়ে না পড়েন। আমি দায়িত্বের সাথে সকল কাজ চালিয়ে যাবো এবং কোনো বলয়ের প্রভাব আমাকে ঘিরে তৈরি হতে দেবো না।" মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ইবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব কথা বলেন। র‌্যাগিং বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। র‌্যাগিংয়ের সাহস এখন আর কেউ দেখাবে না, এবং এ বিষয়ে সর্বোচ্চ তদারকি করা হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ এবং তোমরাই তোমাদের অনুপ্রেরণা ধরে রাখবে।” মাদকের বিষয়ে উপাচার্য বলেন, “আমাদের স্লোগান ‘নো ড্রাগ।’ মাদক নির্মূলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং নিরাপত্তা বিষয়ক প্রটোকল ঠিক করা হবে। কোনোভাবেই মাদককে সহ্য করা হবে না।” মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, একাডেমিক কার্যক্রমের স্থবিরতা, শিক্ষা ও গবেষণা, দক্ষ জনবল নিয়োগ, এবং অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।