শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

ইবিতে ছাত্র-জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৮:০৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠির আলোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক ড. আমানুর আমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহের নিকট প্রতিবেদন জমা দেবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহারকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্টার সাহেদ হাসান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
  • অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)
  • অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ)
  • অধ্যাপক ড. লুৎফর রহমান (লোক প্রশাসন বিভাগ)
  • সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়রুল ওহাব (আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রজ্ঞাপন অনুসারে, সাবেক সরকারের বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা ১লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তার জন্য এই তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে ট্রাইবুনাল কমপ্রেইন্ট রেজিঃ নং-১২৭ এর মাধ্যমে তথ্য চেয়েছে।