সারাদেশ

তাড়াশে খানকা শরীফের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাড়াশে খানকা শরীফের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:৪৭

সিরাজগঞ্জের তাড়াশে শাহ-শরীফ জিন্দানী (রহঃ) মাজার প্রাঙ্গণে অবস্থিত দরবার-এ রেসালাতে চিশতিয়া খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) তাড়াশ প্রেসক্লাব হলরুমে খানকা শরীফের খাদেম মো. হাবিবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২২ সালে নওগাঁর রংমহল গ্রামের মোস্তফা সরকারের কাছ থেকে ৮ শতক জায়গা খানকা শরীফের নামে আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি ক্রয় করেন এবং পরবর্তীতে জায়গার নামজারি ও ভুমি উন্নয়ন কর পরিশোধ করেন। তবে নওগাঁ গ্রামের শাহ আলম ও তার সহযোগীরা সেই জায়গা জোরপূর্বক দখল করে নেন। স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় সালিশী বৈঠকে জায়গাটির সমাধান করে খানকা শরীফকে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ২৮ সেপ্টেম্বর শাহ আলম ও তার সহযোগীরা সেই বৈঠকের রায় উপেক্ষা করে জায়গার সীমানা খুঁটি তুলে ফেলে এবং নিজেদের দাবি করে জায়গাটি দখল করে নেয়। পাশাপাশি খানকা শরীফের খাদেমকে হুমকি দেয়ার অভিযোগও করেছেন খাদেম মো. হাবিবর রহমান।