সারাদেশ

ঘাস চাষ থেকে আখ চাষে সফলতা অর্জন: সিংড়ার সাগরের কাহিনি

ঘাস চাষ থেকে আখ চাষে সফলতা অর্জন: সিংড়ার সাগরের কাহিনি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, রাত ৯:৩২

সিংড়ার তরুণ কৃষি উদ্যোক্তা সাগর নতুন উচ্চতায় পৌঁছেছেন। ঘাস চাষের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এবার তিনি সফলভাবে ফিলিপাইনের ব্ল্যাক সুগার কেইন জাতের আখ চাষ করেছেন। ১ বিঘা জমি থেকে ১ লাখ ৪০ হাজার টাকার আখ বিক্রয় করে তার লাভ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। সাগরের বয়স ২৮, তিনি নাটোরের সিংড়া পৌরসভার দক্ষিণ দমদমা এলাকায় থাকেন। উপজেলা কৃষি বিভাগ জানায়, ব্ল্যাক সুগার কেইনের রঙ কালো খয়েরি এবং রসের পরিমাণ বেশি। এ জাতের আখের কান্ড নরম ও মিষ্টি, যা সাধারণত ১২ থেকে ১৬ ফুট লম্বা হয়। সাগর জানান, তিনি বাবার সাথে পরামর্শ করে ৬৫ হাজার টাকা দিয়ে ১ বিঘা জমি লিজ নিয়ে আখের চাষ শুরু করেন। তার প্রাথমিক লক্ষ্য ছিল গবাদী পশুর খাদ্য জোগানো, কিন্তু এখন আখ চাষে সফল হয়ে তিনি স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহের উদ্রেক করেছেন। অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং এই জাতের চারা সংগ্রহ করছেন। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ জানান, সিংড়া উপজেলায় আখ চাষের চাহিদা তুলনামূলক কম হলেও এ বছর ১৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সর্বদা সহযোগিতা করছে এবং আশা করছে তারা লাভবান হবেন। সাগরের সফলতা স্থানীয় কৃষকদের জন্য নতুন এক উদাহরণ তৈরি করেছে এবং তাদের আখ চাষে আগ্রহী করে তুলেছে।