সারাদেশ

গৌরনদীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গৌরনদীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৬:২৭

“১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এই শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক অংশ নেন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনটি সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক সমাজের উপজেলা শাখার সভাপতি আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। সাধারণ সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি এসএম জাকির হোসেন, রাশিদা কাজী, আকলিমা বেগম, মোঃ রফিকুল ইসলাম টিটু, মোঃ বোরহান উদ্দিন, আবুল খায়ের প্রমুখ। বক্তারা দাবি জানান যে, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে এবং প্রস্তাবিত ১২তম গ্রেড প্রত্যাখ্যান করতে হবে।