২৯ সেপ্টেম্বর ২০১২ সালে রামু, উখিয়া ও পটিয়াসহ বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলার একযুগ পূর্ণ হলো। এই দিনে রামুতে ৫টি বৌদ্ধ বিহার এবং ১৫০টিরও বেশি বাড়িঘর ধ্বংস, লুটপাট ও অগ্নি সংযোগের শিকার হয়েছিল।
স্মরণীয় এই কালো দিবস উপলক্ষে গতকাল নগরীর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রুবেল বড়–য়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব কমল জ্যোতি বড়–য়ার সঞ্চালনায় বক্তারা বলেন, "বিচারহীনতার সংস্কৃতি এখনও বিদ্যমান, যা বাঙালি বৌদ্ধদের হৃদয়ে ক্ষত তৈরি করছে।"
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। প্রধান অতিথি অধ্যাপক ঝন্টু কুমার বড়–য়া বক্তব্যে বলেন, "আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করতে হবে এবং হামলার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সজল বড়–য়া, সুজন বড়–য়া, উজ্জ্বল বড়–য়া এবং আরও অনেকে।
মতামত