দিনাজপুরের খানসামা উপজেলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সহজপুর গ্রামের সহজপুর শিশু উন্নয়ন কেন্দ্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খানসামার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।
সভায় আরও উপস্থিত ছিলেন ইনচার্জ (কম্পিউটার) মো. গোলাম মোস্তফা, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) হাছিবুর রহমান, কম্পিউটার অপারেটর মো. আজমল হোসেন, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, ইন্সট্রাক্টর (ওয়েবডিজাইন) মো. নেছারুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিমাই কুমার দত্ত বলেন, "কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে একজন মানুষ নিজের আয়ের উৎস কয়েকগুণ বৃদ্ধি করতে পারেন। নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হলে দক্ষতা অর্জন অপরিহার্য।" তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সুবিধাসমূহ এবং চলমান প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা বলেন, "আমরা সবাই এই দেশের মানুষ, তাই আমাদের এমনভাবে দক্ষ হতে হবে যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে কাউকে চিহ্নিত করা না হয়। এর জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানাই।"
মতামত