সাতক্ষীরায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অঞ্চলে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরী সদর ডিজিএম মো. মকছেদুল মমিন।
বক্তব্য রাখেন এজিএম মো. নূরুল আলম (অর্থ), এজিএম মো. জাহিদ হাসান (প্রশাসন), এজিএম আরিফুল ইসলাম (আইটি), মনজুরুল আক্তার (ওএন্ডএম), মো. সাইফুল ইসলাম (এমএস), ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম মো. রকিবুল ইসলাম এবং আশাশুনি জোনাল অফিসের ডিজিএম নৃপেন্দ্র নাথ।
বক্তারা বলেন, "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দ্বৈতনীতি পরিহার করে অভিন্ন চাকরি বিধি প্রণয়ন করতে হবে।"
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মতামত