সারাদেশ

সাবেক মেয়র মালেকসহ ১৮ জনের নামে চার্জশিট দাখিল

সাবেক মেয়র মালেকসহ ১৮ জনের নামে চার্জশিট দাখিল

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪৫

পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে। গত ১৫ সেপ্টেম্বর দুদক মামলার তদন্ত শেষে মালেকসহ ১৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যা পরবর্তীতে আদালতে দাখিল করা হয়। হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সাবেক এমপি একেএমএ আউয়ালের মেজো ভাই। উল্লেখ্য, আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনও দুর্নীতির মামলায় অভিযুক্ত। দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এবং তার স্ত্রী নিলা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং পৌরসভার ১৬ জন কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়। অভিযোগে প্রায় ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া, পৌরসভার নিয়োগে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে, মালেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট জমা দেয় দুদক।