সারাদেশ

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:৪২

বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের নিম্নমানের সামগ্রী ক্রয় এবং কৃত্রিম জনবল সংকটসহ কর্মকর্তা-কর্মচারিদের হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিম্নমানের সামগ্রী ক্রয়, প্রয়োজনীয় মালামাল ও জনবল সংকট তৈরি করে কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করছে। এর ফলে জনমনে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।