নাটোরের লালপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে বদলি করা হয়েছে। আইন ও সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তার সাথে সারা দেশের আরও ১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বদলির প্রাপ্যতা এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদলিকৃতদের মধ্যে আছেন গোপালগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, রংপুর, নীলফামারী, ঝালকাঠি, পিরোজপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত সাব-রেজিস্ট্রারদের ৭ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে তাদের বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত