বাগেরহাটের শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়নের ভাড়ানিরপাড়ে মোহাম্মদ আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ির সামনে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছেন মৃত হাশেম আলী খানের ছেলে মোহাম্মাদ আলী তার অসুস্থ প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে গত চারদিন আগে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁন মিস্ত্রির মেয়ে মাজু বেগম(৪৫) কে বিবাহ করে বাড়ি নিয়ে আসেন। এ নিয়ে ছেলে সন্তানের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
নিহতের দ্বিতীয় স্ত্রী মাজু বেগম জানায়, বাড়ির মধ্যে থেকে চারটি মেহগনি গাছ বিক্রি করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তার স্বামীর সাথে মেঝ ছেলে রফিকুলের ঝগড়া হয়। এ সময় সে আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি এবং কুপিয়ে মারার হুমকি দেয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশিকুর রহমান, শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, ওসি তদন্ত রাধেশ্যাম সরকার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, রফিকুলের বিরুদ্ধে এলাকায় ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম কামরুজ্জামান খাঁন জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে মশিউর বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শীগ্রই ঘাতককে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
মতামত