ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, "আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার উদ্দেশ্য ছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধারে আইন মেনে নিরলসভাবে কাজ করবো এবং সকল প্রস্তাবনা পূরণে প্রচেষ্টা চালাবো।"
সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ শিক্ষার্থীরা ৪৬টি সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন, যা প্রশাসন, বিভাগ, পরিবহন, ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রমের ওপর ভিত্তি করে ছিল।
উপাচার্য আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
মতামত