কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে উপধ্যক্ষ প্রফেসর ফজলুল হক স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি অধ্যাপক ফজলুল হকের দীর্ঘ শিক্ষা জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহা. জাকির হোসেন। বিদায় সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর দিল আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন। বক্তারা বিদায়ী উপধ্যক্ষের শিক্ষাজীবনের অবদান ও ছাত্রদের প্রতি তাঁর অসাধারণ নিবেদন সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মচারীরা অংশ নেন।
মতামত