সারাদেশ

নওগাঁয় চাকরিতে পুনঃবহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

নওগাঁয় চাকরিতে পুনঃবহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:২৪

ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনঃবহাল, কারাবন্দীদের মুক্তি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে "বিডিআর কল্যাণ পরিষদ" নওগাঁ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিডিআর বিদ্রোহের ঘটনা সাজানো হয় এবং এর পর সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তারা অভিযোগ করেন, ঘটনার পর লোক দেখানো তদন্তের মাধ্যমে ঘটনার আসল চিত্রকে আড়াল করা হয় এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দাবিতে বলেন, "আমরা নির্দোষ। সাবেক সরকারের চক্রান্তে আমাদেরকে ফাঁসানো হয়েছে। দ্রুত আমাদের চাকরিতে পুনঃবহাল করা হোক এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার করা হোক।" এসময় কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান বলেন, "আমার বাবা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। আমি জন্মের পর থেকেই বাবাকে জেলখানায় দেখিনি। আমি বাবার আদর, স্নেহ থেকে বঞ্চিত। আমার বাবা ও অন্যান্য বন্দী সদস্যদের দ্রুত মুক্তি দেওয়া হোক।" আরেক বিডিআর সদস্যের মেয়ে সানজিদা বলেন, "আমার বাবা কোনো অপরাধ করেননি। তবুও তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা একটাই দাবি, যারা কোনো অপরাধ করেনি তাদের পুনরায় চাকরি দেওয়া হোক এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হোক।" মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, দুলাল হোসেন, সোহরাব হোসেন, রেশমী বানু, মোহায়মেনুল হক, সামাদ শাহানা, জিয়াউল হক, বিবি হাওয়া ও মাসুদ রানা সহ অনেকেই। এ সময় এক বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।