ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজিকে অবমাননা করার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ছোবানিয়া কামিল মাদরাসা থেকে মিছিলটি শুরু হয়ে করিমগঞ্জ মডেল মসজিদে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন মো. ফারুক মিয়া। এতে আশপাশের স্কুল ও মাদরাসার শতাধিক ছাত্র, সাধারণ মানুষ ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। বক্তারা ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানের নবীজির প্রতি কটুক্তির তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে কটুক্তিকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেন এবং ভারত সরকারকে এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া বক্তারা দাবি করেন, ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দেশের উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে আমদানি করতে হবে, যাতে দেশের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত না হয়। পণ্য রপ্তানির ক্ষেত্রেও দেশের মানুষের চাহিদা পূরণের পরে রপ্তানি নিশ্চিত করতে হবে।
সমাবেশে উপস্থিত বক্তারা ভারতের রাষ্ট্রীয় প্রশাসনের কাছে দাবী জানান, তারা যেন এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
মতামত