সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামস্থ জনৈক ভগু হাজির বাড়ির পাশের পরিত্যক্ত জমিতে অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৯ আগস্ট) বিকেল ৫:৩০টায় র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাদকের একটি চালান সরবরাহের সময় এই চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক (৪৭), পিতা-মৃত মফিজ উদ্দিন, মাতা-মৃত ফুকী, সাং-ভবানীপুর (হাফিজিয়া মাদ্রাসা), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। র‌্যাবের গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আজিজুল হক ওই এলাকায় মাদক সরবরাহ করতে যাচ্ছিলেন, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযানে নামলে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।