সারাদেশ

সুবর্ণচরে জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

সুবর্ণচরে জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:১৫

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠনগুলোর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সৈকত সরকারি কলেজ মিলনায়তনে জামায়াত ইসলামী ২ নং চরবাটা শাখার আয়োজনে ওয়ার্ড ভিত্তিক সহযোগী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চরবাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. দিদারুল আলম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন টিম মেম্বার হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক শেখ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা জামান উল্যাহ মুকুল, সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি আবদুল আউয়াল মঞ্জু, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আবদুল আজিজ সেলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাওলানা ছিফায়েত উল্যাহ এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শেখ ফরিদ। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চরআমান উল্যাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোবারক হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল মান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরবাটা ইউনিয়ন শাখার সভাপতি রাসেল মাহমুদ, চরবাটা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবদুল মাবুদ বাহার ও অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা সংগঠনের জনশক্তিদেরকে আরও বেশি সক্রিয় হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান।