ইউরোপীয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন-এর সার্বিক তত্ত্বাবধানে সারাদেশের মতো সাতক্ষীরা জেলায়ও গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পটি আরও গতিশীল করার জন্য, সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাশরুবা ফেরদৌস, উপ-পরিচালক, স্থানীয় সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন এসিএলজি, উপ-পরিচালক সমাজসেবা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমভুনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবু সাঈদ, এনজিও প্রতিনিধি শিক্ষক ও ইমামসহ অন্যান্য স্থানীয় অংশীজনরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক ও নার্গিস সুলতানা।
মতামত