সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের দশম গ্রেড বাস্তবায়ন কমিটি আজ প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে এই স্মারকলিপিটি তুলে ধরা হয়। কমিটির প্রধান সমন্বয়ক মো. আরিফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন অন্যান্য সমন্বয়ক আলমগীর হোসেন সরকার, মো. শহীদুজ্জামান পলাশ, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, সুমাইয়া ইসলাম, এবং উম্মে হাবিবা।
এ সময়, মো. আরিফ হোসেন বলেন, “সহকারী শিক্ষকদের দুর্দশা ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা হয়েছে। ১০ম গ্রেডের দাবি যৌক্তিক এবং এর বাস্তবায়ন প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, “পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।”
স্মারকলিপিতে সহকারী শিক্ষকদের বৈষম্য তুলে ধরা হলে, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত স্মারকলিপি প্রেরণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
এই উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জের সহকারী শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
মতামত