সারাদেশ

সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য দিলীপ গৌরকে সংবর্ধনা প্রদান

সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য দিলীপ গৌরকে সংবর্ধনা প্রদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:৪০

সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌরকে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে।
আনন্দধারা নৃত্যকলা একাডেমির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দধারা নৃত্যকলা একাডেমির সভাপতি ডাঃ কার্তিক চন্দ্র বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুল হাসান রঞ্জন, আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফাজ্জামান এবং জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন। অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এনায়েতপুর আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম এবং নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য শাহাপুর নৃত্য একাডেমির পরিচালক ফাহমিদা ফুয়াদ ফ্লোরা এবং অন্যান্য গুণী ব্যক্তিদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দধারা নৃত্যকলা একাডেমির পরিচালক তৌহিদুল ইসলাম। সংবর্ধিত দিলীপ গৌর সংগঠক, অভিনেতা, নির্দেশক ও নাট্যকর্মী হিসেবে পরিচিত। তিনি ১৯৯৬ সালে জহির রায়হান থিয়েটারের 'নাবালক' নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে প্রবেশ করেন এবং এরপর ২০০৪ সালে নিজেই প্রতিষ্ঠা করেন নাট্য নিকেতন। তিনি বিভিন্ন নাটক রচনা ও নির্দেশনা দিয়েছেন এবং কলেজ থিয়েটার সিরাজগঞ্জের আজীবন সদস্য পদ লাভ করেছেন। সংবর্ধনা পাওয়ার জন্য আনন্দধারা নৃত্যকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দিলীপ গৌর বলেন, "এ ধরনের স্বীকৃতি আমার কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়।" এছাড়া, আনন্দধারা নৃত্যকলা একাডেমির ১১ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিনে নৃত্য পরিবেশন করেছে আনন্দধারা নৃত্যকলা একাডেমি, শাহজাদপুর নৃত্য একাডেমি এবং ঢাকা থেকে আগত নৃত্য শিল্পীরা।