শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক ও দাপ্তরিক ৮ পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক ও দাপ্তরিক ৮ পদে নতুন মুখ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রশাসনিক ও দাপ্তরিক পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়েছে। রোববার পৃথক অফিস আদেশের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র-উপদেষ্টার পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই আই ই আর) পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদে একই দফতরের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র-উপদেষ্টাকে আগামী ১ বছরের জন্য এবং আই আই ই আর পরিচালকের দায়িত্ব আগামী ৩ বছরের জন্য দেওয়া হয়েছে। এছাড়া, নতুন প্রভোস্ট হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদকে সাদ্দাম হোসেন হল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিনকে বেগম খালেদা জিয়া হল, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামানকে ফজিলাতুন্নেছা মুজিব হল এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীকে শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের সফলতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।