নাটোরের সিংড়া উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইটালী স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। তিনি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার বিষয়ে দিক নির্দেশনা দেন।
এসময় অন্যান্য বক্তারা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবুরুশত মতিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক এবং অভিভাবক জুলহাজ কায়েম ও মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।
সমাবেশে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের শিষ্টাচার ও নিয়মিত উপস্থিতির বিষয়ে সচেতন হন এবং তাদের মধ্যে শিক্ষার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
মতামত