ভারতে রাসূল (সা:) কে অবমাননার প্রতিবাদে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলিতে তৌহিদী ছাত্র-জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং ভারতের সংবিধান অনুযায়ী তাদের বিচার দাবি করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্মরণ করিয়ে দেন যে, "ইতিপূর্বে বিজেপির এক মহিলা সদস্যও রাসূল (সা:) সম্পর্কে কটূক্তি করেছিলেন। পরে তাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। আমরা এবারও এর সুষ্ঠু বিচার চাই এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।"
সমাবেশে হিলি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার শিক্ষকগণ বলেন,"হিন্দুদের প্রধান ৪ বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এবং অথর্ববেদের একটিও কোনো ধর্মকে ছোট করা শেখায় না। হিন্দু ধর্মসহ সব ধর্মই শান্তির বার্তা দেয় এবং অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। ধর্মকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের সংবিধান ধর্মীয় সহনশীলতার পক্ষে কথা বলে, এবং এই অবমাননা সেই নীতির পরিপন্থী।"
বক্তারা আরও উল্লেখ করেন, "গত ৫ আগস্ট যখন বাংলাদেশ সরকার পদত্যাগ করে দেশ ছাড়েন, তখন ধর্মপ্রাণ মুসলিমরা হিন্দুদের মূর্তি ও মন্দির পাহারা দিয়েছিল, যা প্রমাণ করে যে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।"
মতামত