সারাদেশ

এক রাতেই তিনটি গরু চুরি, ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার

এক রাতেই তিনটি গরু চুরি, ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:৩৫

জয়পুরহাটের আক্কেলপুরে এক মৎস্যচাষির তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষি জুয়েলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় সাবেক ইউপি সদস্য ও তার প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। গরুর মালিক জুয়েল জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে তিনি তার পুকুরের মাছ পাহারা দেওয়ার জন্য বাড়ির দরজা বাইরে থেকে তালাবন্ধ করে চলে যান। দেড় ঘণ্টা পর ফিরে আসলে দেখতে পান দরজায় তালা নেই এবং গোয়ালঘরে থাকা একটি অস্ট্রেলিয়ান গরু এবং দুটি দেশি গরুর বাছুর গায়েব। গরু তিনটির মোট মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনায় জুয়েল প্রথমে প্রতিবেশী প্রশান্ত রবিদাসকে সন্দেহ করেন এবং তাকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম থেকে ধরে আনা হয়। পরে আক্কেলপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গরুর মালিক জানান, প্রশান্ত রবিদাস এর আগেও চুরির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি তার এক ভাতিজার অটো চুরি করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়ে যান। এ ছাড়াও তাকে বাজারে ৩-৪ জন অপরিচিত লোকের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। এরই মধ্যে রাতে গরু চুরি করে সে বাড়িতে ছিল না, পরে তাকে দেওগ্রাম থেকে ধরে আনা হয়। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজন প্রশান্ত রবিদাস ও সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দীন মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে আক্কেলপুরসহ বিভিন্ন থানায় ১০টি এবং প্রশান্ত রবিদাসের বিরুদ্ধে বেশ কয়েকটি চুরি ও মাদক মামলা রয়েছে। এদিকে, পুলিশ গরুগুলো উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।