কুড়িগ্রামে তথ্য গোপন করে এক শিক্ষক একই সঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। এনটিআরসিএ-র ২য় ও ৩য় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়ে রাজু আহমেদ নামে ওই শিক্ষক দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং একই সময়ে বেতন ও ভাতা উত্তোলন করছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, ২০১৮ সালে এনটিআরসিএ-র ২য় গণবিজ্ঞপ্তিতে ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পান রাজু আহমেদ। এরপর ২০১৯ সালে ঝালকাঠি জেলার ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০২২ সালে একই ইনডেক্স নম্বর গোপন করে তিনি কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে যোগদান করেন এবং সেখান থেকেও বেতন উত্তোলন করতে থাকেন।
এ ঘটনায় কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের ইংরেজি শিক্ষক আশরাফি বিনতে ইসলাম অভিযোগ করেছেন, রাজু আহমেদ দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির সুবিধা নিতে প্রধান শিক্ষকের সহযোগিতায় কাজ করছেন এবং বিদ্যালয়ের শাখা শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানিয়েছেন, এক ব্যক্তি দুটি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত