সারাদেশ

সালথায় আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সড়ক

সালথায় আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সড়ক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৪৩

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সড়ক বন্ধ থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে মো. রফিক মাতুব্বর ও মো. আজিজ মোল্যার মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের সমর্থকদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা শনিবার সকালে সংঘর্ষের রূপ নেয়। প্রায় ৫০০ সমর্থক দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্থানীয় নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে চোটাছুটি করতে থাকে এবং দুই পক্ষের বসতবাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেনাবাহিনী এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।