সারাদেশ

দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভা

দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:২৫

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) সোনামসজিদ বিওপির আওতাধীন বালিয়াদিঘী পূজামন্ডপ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই সভায় বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। সভায় অধিনায়ক জানান, ইতোমধ্যে বিজিবির টহল দল শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ৮ কিলোমিটার অঞ্চলের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় রেকি সম্পন্ন করেছে। তিনি বলেন, “আমরা এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারেন।” এছাড়া, অধিনায়ক পূজা চলাকালীন বা এর পূর্বে যদি কোনো অপশক্তি পূজা মন্ডপে হামলা বা ভাঙচুরের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য পূজা মন্ডপ কমিটির সভাপতিকে নির্দেশ দেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করা সম্ভব হয়। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যারা পূজার নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বিজিবির সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন।